টাঙ্গাইলে মালয়েশিয়ায় কর্মরত শতাধিক শ্রমিকের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাবিবুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। শনিবার (১৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মালয়েশিয়ার এসএম মাজু কেকাল এসডিএন বিএইচডি ও আর এ কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ কোম্পানির ইনচার্জ হাবিবুর রহমান শ্রমিক নিয়োগের নাম করে প্রায় ১০০ শ্রমিকের বেতন আত্মসাৎ করেছেন। এতে প্রায় ৫ লক্ষ ৫৬ হাজার রিংগিত, যা বাংলাদেশি টাকায় দেড় কোটি টাকার সমপরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি।
ভুক্তভোগীদের অভিযোগ, হাবিবুর রহমান কোম্পানি থেকে শ্রমিকদের বেতন তুললেও তা শ্রমিকদের প্রদান করেননি। এ ঘটনায় মালয়েশিয়ায় মামলা হলেও তিনি গা-ঢাকা দেন এবং বাংলাদেশে এসে ভুক্তভোগীদের বিরুদ্ধে উল্টো মামলা করেন।ক্ষতিগ্রস্ত শ্রমিকরা দ্রুত প্রতারণার বিচার ও প্রাপ্য অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন, মো. সোহেলসহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।