শুক্রবার, জুলাই ১১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে শিশুদের সৃজনশীলতায় মাতলো বাতিঘর পাঠাগার

টাঙ্গাইলে শিশুদের সৃজনশীলতায় মাতলো বাতিঘর পাঠাগার

স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:বর্ষায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে রং তুলিতে শিশুদের সৃজনশীলতায় মাতলো বাতিঘর পাঠাগার।

শুক্রবার (১১ জুলাই) সকালে সদর উপজেলার চৌরাকররা গ্রামে ‘বাতিঘর আদর্শ পাঠাগার’ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সম্মিলিত পাঠাগার আন্দোলন কেন্দ্রীয় পরিষদের সহযোগিতায় বাতিঘর আদর্শ পাঠাগার আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় অর্ধশত শিশু অংশগ্রহণ করে।

এসময় বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো. শাহজাহান, পাঠাগারের সহকারী গ্রন্থাগারিক মো. হাবিবুর রহমান, শাকিল আহমেদ ও অন্যান্য সদস্য সহ প্রতিযোগিদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। এই বছর মৌসুমী বায়ু আগে চলে আসায় আষাঢ় এর আগেই দেশজুড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। গ্রীষ্মের খর তাপে প্রকৃতি যখন শুষ্ক রুক্ষ প্রাণহীন, তখন বৃষ্টি নিয়ে আসে নতুন প্রাণ, সজীবতা ও উর্বরতা। শহর কিংবা গ্রাম, হাওর অথবা সাগর, সমতল কিংবা পাহাড় সকল জায়গাতে এই পরিবর্তন লক্ষ করা যায়। শিশুদের বাংলার ঋতুভিত্তিক সৌন্দর্যের ধারণা দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান।

উল্লেখ, আগামী ১৫ শ্রাবণ ১৪৩২ (৩০ জুলাই ২০২৫) এর মধ্যে সম্মিলিত পাঠাগার আন্দোলন এর ফেসবুক পেজ এ অংশগ্রহনকারী প্রতি পাঠাগার থেকে ৩ জন প্রতিযোগীকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঘোষণা করা হবে। এছাড়াও সারাদেশের পাঠাগারগুলোর প্রতিযোগিদের মধ্য থেকে জাতীয়ভাবে তিন জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করা হবে। বিজয়ীদের পুরস্কার এবং সার্টিফিকেট পাঠাগারে পৌঁছে দেওয়া হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ