ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:
টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) ঠিকাদার রানা আহমেদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ রোডের ডিস্ট্রিক গেট বাজার সংলগ্ন এলাকায় এ সভার আয়োজন করা হয়। স্থানীয় ব্যবসায়ী, সমাজকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ এই প্রতিবাদ সভায় অংশ নেন। বক্তারা এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উক্ত সভায় বিউবো’র আহবায়ক আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক রাসেদুল আলম, জিআইপির চেয়ারম্যান এমরান হোসেন, বিউবো’র ঠিকাদার সমিতি’র মুখ্য সমন্বয়ক জোবায়ের আলম রিপন,বিএনপি নেতা তোফাজ্জল হোসেন,স্বেচ্ছাসেবক দলের নেতা উজ্জ্বল মিয়া,ঠিকাদার মনির হোসেন ও ভুক্তভোগী ঠিকাদার রানা আহমেদ প্রমুখ।
বক্তারা আরও বলেন, “রানা আহমেদ একজন দায়িত্বশীল ঠিকাদার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তাঁর ওপর এই হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং পুরো এলাকার শান্তি-শৃঙ্খলার ওপর আঘাত।”
এসময় বক্তৃতা রাখেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা এবং ভুক্তভোগীর সহকর্মীরা।প্রতিবাদ সভা থেকে দ্রুত বিচার দাবি করে পরবর্তী কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেওয়া হয়।প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন জুবায়ের আলম রিপন। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।