শুক্রবার, জুলাই ১১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে কৃষকের ৫ হাজার আনারস কেটে ফেলল দুর্বৃত্তরা,হতাশ কৃষক

টাঙ্গাইলে কৃষকের ৫ হাজার আনারস কেটে ফেলল দুর্বৃত্তরা,হতাশ কৃষক

স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:

টাঙ্গাইলের মধুপুরে এক কৃষকের আনারস বাগানের প্রায়  ৫ হাজার আনারস কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বুধবার  (৯ জুলাই ) ভুক্তভোগী কৃষক বাদী হয়ে মধুপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।এর আগে মঙ্গলবার  বিকালে এ ঘটনা ঘটে।
অভিযোগে আনারস বাগানের মালিক হাসমত আলী উল্লেখ করেন মঙ্গলবার বিকেলে উপজেলার গাছাবাড়ী  ইউনিয়নের ডিপকল এলাকায় আনারস বাগানে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এ সময় তারা প্রায় ৫ হাজার আনারস গাছ কেটে ফেলে।এতে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে।

হাসমত আলী ছেলে  সবুজ মিয়া জানান,মঙ্গলবার  বিকালে আমাদের আনারস বাগানের সব আনারস কেটে ফেলা হয়েছে। বাগানে কমপক্ষে  ৫ হাজার আনারস ছিল। এতে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান,আনারস বাগানে গিয়ে ৫ হাজারের বেশি আনারস গাছ কাটা দেখে কান্নায় ভেঙে পড়েন।

আমার বাবা তার মামার কাছ থেকে ক্রয় করে  দীর্ঘ ২২ বছর যাবৎ  এই জমি ভোগ করে আসছে । তৃতীয় পক্ষের লোক একই এলাকার মো: আমির ছেলে মো: মফিজ (৫০) মো: গাজীর ছেলে মোঃ আব্দুল্লাহ( ৪৫)  ইমান আলীর ছেলে মোঃ খালেক ও মো: শহীনসহ  উপস্থিত থেকে আরো ১০-১২ জন লোক নিয়ে  পুরো বাগানের আনারস কেটে ফেলে।

স্থানীয়রা জানায়, হাসমত আলী  দরিদ্র মানুষ ২২ বছর ধরে তার মামা মোহাম্মদ হাবিবুর রহমান কাছ থেকে কিনে নিয়েছেন। এবং আনারস চাষাবাদ করে সংসার পরিচালনা করেন। তার কষ্টের ফসল আনারস এভাবে যারাই কেটে ক্ষতি করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরানুল কবির জানান,লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ