শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টঙ্গীতে কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু

টঙ্গীতে কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আরেক সদস্য, ফায়ার ফাইটার নুরুল হুদার (৩৮) মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শাহিন আলম জানান, গত ২২ সেপ্টেম্বর সাহারা মার্কেট এলাকার ওই কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে গিয়ে নুরুল হুদা গুরুতর দগ্ধ হন। তার শরীরের প্রায় শতভাগ পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়, তবে চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষপর্যন্ত তাকে হারতে হয়।এর ঠিক একদিন আগেই, গত ২৩ সেপ্টেম্বর, একই ঘটনায় দগ্ধ হয়ে মারা যান আরেক ফায়ার ফাইটার শামীম। পরপর দুই সহকর্মীর মৃত্যুতে ফায়ার সার্ভিসের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নুরুল হুদা (পি.এন ৫০১৫৬০) ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিসে যোগ দেন এবং দীর্ঘদিন ধরে টঙ্গী ফায়ার স্টেশনে কর্তব্যরত ছিলেন। তার জন্ম ১৯৮৭ সালের ২১ জুলাই, ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। তিনি বিবাহিত ছিলেন। তার পিতা আব্দুল মনসুর এবং মাতা শিরিনা খাতুন।
দেশের মানুষের জানমাল রক্ষায় আত্মোৎসর্গকারী এই দুই সাহসী যোদ্ধার মৃত্যুতে ফায়ার সার্ভিস পরিবার শোকাহত। সংস্থার পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ