জুলাই সনদই হবে পরবর্তী নির্বাচনের ভিত্তি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুর মহানগরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি সড়কে অনুষ্ঠিত পথসভায় তিনি এ সব কথা বলেন।তিনি আরও বলেন, ‘জুলাই সনদই হবে পরবর্তী নির্বাচনের ভিত্তি। আগামী পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে। এটাই আমাদের স্পষ্ট বার্তা। সরকার সম্প্রতি জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, কিন্তু খসড়া নয়-আমরা বাস্তবায়ন দেখতে চাই। শুধু সংস্কার বললেই চলবে না, কীভাবে তা কার্যকর হবে সেই প্রশ্নে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘৯০-এর গণঅভ্যুত্থানের পরেও রাজনৈতিক দলগুলো জনগণের সঙ্গে প্রতারণা করেছিল। তখনও নির্বাচনের রূপরেখা তৈরি হয়েছিল, কিন্তু কোনো দল তা মানেনি। এবার আমরা আর প্রতারণার সুযোগ দিতে চাই না। এই নির্বাচন হবে জুলাই সনদকে ভিত্তি করে এবং নির্বাচিত সরকার সেই সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে।’
পথসভায় আরও বক্তব্য দেন-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিবির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নাহিদ আহসান নিভা, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল মাহমুদ, এম এম সোহান, আব্দুল্লাহ আল মুহিন, আসাদুজ্জামান দিপু, শ্রমিক নেতা আরমান হোসাইন, সাগর ইসলাম হৃদয়, রাজিব মাহমুদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির উত্তর অঞ্চলের সংগঠক এফ এম শুয়াইব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে সমাবেশটি গণজাগরণের রূপ নেয়।