গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া জুলাই যোদ্ধা ও সমন্বয়ক তাহরিমা জান্নাত সুরভী (১৭)–এর দুই দিনের রিমান্ড আদেশ বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের দায়রা জজ আদালতের বিচারক অমিত কুমার গুহ রিমান্ড বাতিল করে তাকে জামিনে মুক্তির আদেশ দেন।
সুরভীর আইনজীবী ও গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কামাল জানান, দুপুরে দেওয়া রিমান্ড আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করা হলে শুনানি শেষে আদালত সুরভীর বয়স ও অন্যান্য মানবিক দিক বিবেচনায় নিয়ে রিমান্ড বাতিল করেন এবং চার সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
এর আগে একই দিন দুপুরে সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়ের দায়ের করা চাঁদাবাজির একটি মামলায় গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের দাবি, সুরভীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে।
রিমান্ড ও গ্রেপ্তারের প্রতিবাদে দিনভর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। তারা অভিযোগ করেন, অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও গভীর রাতে সুরভীকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, গত ২৪ ডিসেম্বর রাতে টঙ্গীর নিজ বাসা থেকে যৌথ বাহিনীর অভিযানে তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার ঘুমন্ত অবস্থার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
পুলিশ ও আইনজীবীরা জানান, মামলার এজাহারে সুরভীর বয়স ২১ বছর উল্লেখ থাকলেও বাস্তবে তার বয়স ১৭ বছরের কিছু বেশি। বয়স সংক্রান্ত তথ্য বর্তমানে যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন বলেন, মামলাটি আগের সময়ের হলেও যেন কোনো অবিচার না হয়, সে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন।
