বুধবার, আগস্ট ৬, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীজুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি ঘিরে র‍্যাবের সর্বোচ্চ প্রস্তুতি

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি ঘিরে র‍্যাবের সর্বোচ্চ প্রস্তুতি

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজন ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠানস্থলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে র‍্যাব প্রধান বলেন, আজকের প্রোগ্রাম খুব সুন্দর ও সুষ্ঠুভাবে হবে। নিরাপত্তার কোনো ঝুঁকি আছে বলে আমি মনে করি না। আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা র‍্যাবের রয়েছে।
তিনি জানান, পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে দুইভাবেই আমাদের সদস্যরা মাঠে আছে। যেখানে যেমন প্রয়োজন, সেভাবেই আমরা প্রস্তুত আছি। কোনো ধরনের আশঙ্কার সুযোগ নেই।
নিরাপত্তা ব্যবস্থার বিস্তৃতি সম্পর্কে তিনি বলেন, আজকে শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, পুরো ঢাকা শহরজুড়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রোগ্রামের জন্য বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পাশাপাশি রাজধানীসহ দেশব্যাপীও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠানটি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজিত হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাবও সক্রিয়ভাবে কাজ করছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ