শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
No menu items!
বাড়িকৃষি ও প্রকৃতিচারজন ম্যাজিস্ট্রেট নিয়ে যতটুকু সম্ভব করছি: সৈয়দা রিজওয়ানা হাসান

চারজন ম্যাজিস্ট্রেট নিয়ে যতটুকু সম্ভব করছি: সৈয়দা রিজওয়ানা হাসান

গাজীপুর প্রতিনিধি: “চারজন ম্যাজিস্ট্রেট নিয়ে যতটুকুন করা যায়, ততটুকুন করে যাচ্ছি”।শনিবার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী পরিদর্শনে এসে একথা বলেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, “এখন তো সুপার মার্কেটে আপনি আর পলিথিন পাবেন না। একজন একজন করে নদী দূষণকারী ধরবেন, নাকি নদী যারা দূষণ করে, তাদেরকে একটা সেন্ট্রাল ইটিপির আওতায় আনবেন, নাকি তাদের কয়েকজনকে বন্ধ করে দেবেন— এই সবকটা অপশন নিয়েই আপনাকে কাজ করতে হবে। চারজন ম্যাজিস্ট্রেট নিয়ে যতটুকুন করা যায়, ততটুকুন করে যাচ্ছি।”
নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা তো এখনো পয়ো বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারিনি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনাও গড়ে তুলতে পারিনি। এসব ব্যবস্থাপনা যখন একসঙ্গে কাজ করবে, তখনই আপনি কেবল নদীগুলোকে বাঁচাতে পারবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন এম্বাসির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের প্রধান ও ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেস বেক্সস্ট্রম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলায়মান হায়দার, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পরিচালক একেএম আরিফ উদ্দিন, বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ