রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীচট্টগ্রামে জশনে জুলুছে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু, আহত অন্তত ১০

চট্টগ্রামে জশনে জুলুছে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু, আহত অন্তত ১০

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুছের র‌্যালিতে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর জশনে জুলুছ চলাকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সাইফুল ইসলাম (১৩) এবং আইয়ুব আলী (৬০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, র‌্যালির সময় প্রচণ্ড গরমে বেশ কয়েকজন অংশগ্রহণকারী মাথা ঘুরে মাটিতে পড়ে যান। এর পর মুহূর্তেই জনস্রোতে তারা পদদলিত হন।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মী আমিনুর রহমান জানান, “মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে কয়েকজন পড়ে যান। তখন হুড়োহুড়ির মধ্যে তারা পদদলিত হন। আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দুজনের মৃত্যু হয়।”

এ ঘটনার পর জশনে জুলুছের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশাল জনগণের অংশগ্রহণে আয়োজিত এ ধরনের ধর্মীয় সমাবেশে পর্যাপ্ত চিকিৎসা সহায়তা, পানির ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণে উপযুক্ত প্রস্তুতি না থাকলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ