গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হতয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
বুধবার(৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যে পাড়া মৃধাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সুইটি আক্তার নিশি (২১)।সে উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যে পাড়া মৃধাবাড়ি এলাকার নূরুল ইসলামের স্ত্রী।
প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানান,রাতে সুইটি আক্তার নিশির সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী তাকে গোপাঙ্গে রড দিয়ে আঘাত করে এবং শ্বাসরোধে হত্যা করে।
বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন মিয়া বলেন,খবর পেয়ে সকালে ঘটনাস্থলে এসে দেখি মাদকাসক্ত ও চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন,খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।