গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়া বাড়ি ৮ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলা এলাকায় ‘মা এন্টারপ্রাইজ’ নামে একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আরিফ মুন্সির মালিকানাধীন ঝুট গুদামে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পাশের আরও কয়েকটি ঝুট গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে কোনাবাড়ী, জয়দেবপুর ও কাশিমপুর ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে সাধারণ মানুষ নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ভুক্তভোগী গোডাউন মালিকরা জানান, আগুন লাগার পর আশপাশের গোডাউন থেকে ঝুট মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গোডাউনের ভেতরে ঢুকে আগুন নেভানোর কাজ করছেন। তবে প্রচণ্ড তাপের কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর জানান, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
