গাজীপুরের শ্রীপুরে বাসা থেকে কারখানায় রওয়ানা করেছিলেন শিল্পি আক্তার(৪০) নামের এক শ্রমিক। পথে পিকআপের ধাক্কায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার(৮ জুলাই) ভোর পৌনে ৫টায় উপজেলার ঢাাক-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার সুফিয়া কটন মিলের সামনে এ ঘটনা ঘটে। শিল্পি আক্তার স্থানীয় ডেকো গার্মেন্ট কারখানায় সুইং বিভাগের শ্রমিক ছিলেন। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনগ্রাম নামক গ্রামর মো. আব্দুল জলিলের মেয়ে ও আব্দুল কাদিরের মেয়ে। স্বামীর সাথে শ্রীপুরের এমসি বাজার এলকায় মো. মতিনের বাড়িতে থাকতেন তিনি ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পৌনে ৫টার দিকে শিল্পী সুফিয়া কটন কারখানার সামনে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী পিকআপের ধাক্কায় তিনি সড়কে লুটিয়ে পড়েন। গুরুতর আহত হয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক পিকআপ রেখে পালিয়ে গেছেন চালক ও তার সহকারী। পরে খবর পেয়ে সেখানে স্বজনেরা উপস্থিত হয়।
নিহতের স্বামী আব্দুল কাদির বলেন, বিশেষ কাজের জন্য মঙ্গলবার কারখানায় শ্রমিকদের ভোর ৫টায় উপস্থিত থাকার নির্দেশনা ছিল। কাজে যোগ দিতে তার স্ত্রী বাসা থেকে রওয়ানা করেন। কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার খবর পান। ঘটনাস্থলে গিয়ে দেখেন তার স্ত্রীর মরদেহ পড়ে আছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ূব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।