শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়গাজীপুরে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন লিকেজে দুই মাস ধরে আগুন, চরম ঝুঁকিতে শিল্পাঞ্চল...

গাজীপুরে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন লিকেজে দুই মাস ধরে আগুন, চরম ঝুঁকিতে শিল্পাঞ্চল ও পথচারীরা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পল্লীবিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকায় তিতাস গ্যাসের ভূগর্ভস্থ পাইপলাইন থেকে দীর্ঘদিন ধরে গ্যাস লিকেজ হয়ে আগুন জ্বলছে। এতে আশপাশের শিল্পকারখানা ও হাজারো শ্রমিকের জীবন চরম ঝুঁকির মধ্যে পড়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গ্যাস সরবরাহ বন্ধ কিংবা স্থায়ী মেরামতের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের পাশেই প্রায় দুই মাস ধরে ভূগর্ভস্থ গ্যাস লাইনে ফাটল দেখা দিয়েছে। ফেটে বের হওয়া গ্যাসে দাউদাউ করে আগুন জ্বলছে। ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের প্রায় ৩০০ ফুট এলাকাজুড়ে এই লিকেজ ছড়িয়ে পড়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ব্যস্ত এ মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন ও বিভিন্ন শিল্পকারখানার শ্রমিক চলাচল করে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
শুক্রবার (৯ জানুয়ারি) গ্যাস লিকেজ থেকে পুনরায় আগুন জ্বলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান তিতাস কর্তৃপক্ষের কর্মকর্তারা। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে জানতে চাইলে তারা স্পষ্ট কোনো বক্তব্য দিতে পারেননি।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি একাধিকবার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এতে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
এ বিষয়ে তিতাসের চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক আল মামুন বলেন, “গত দুই বছর ধরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে গ্যাস লাইনে লিকেজ রয়েছে। এ পর্যন্ত ২৫টির বেশি লিকেজ মেরামত করা হয়েছে। স্থায়ী সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।”
এদিকে এলাকাবাসী দ্রুত গ্যাস লিকেজ বন্ধ করে স্থায়ী সমাধান নিশ্চিত এবং জননিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ