শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়গাজীপুরে চাকরি মেলা: প্রশিক্ষিত ৮৪ নারী পেলেন কর্মসংস্থানের সুযোগ

গাজীপুরে চাকরি মেলা: প্রশিক্ষিত ৮৪ নারী পেলেন কর্মসংস্থানের সুযোগ

গাজীপুরের কালীগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ পেলেন প্রশিক্ষিত ৮৪ নারী।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের স্কুল বহির্ভূত ৮৪ জন কিশোরী ও তরুণীকে এ সুযোগ দেওয়া হয়।
ইএসডিও কর্তৃক আয়োজিত, ইউনিসেফ এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) যৌথ অর্থায়নে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলেন, ইএসডিও’র গাজীপুর জেলার সহকারী প্রকল্প ব্যবস্থাপক এএসএম রাজিউল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ধরনের উদ্যোগ নারীর আর্থিক স্বনির্ভরতা ও সমাজে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মত দিয়েছেন আয়োজকরা। অংশগ্রহণকারীরা জানান, এই মেলার মাধ্যমে তারা তাদের দক্ষতার যথাযথ মূল্যায়ন ও ব্যবহারিক প্রয়োগের সুযোগ পেয়েছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় ইএসডিও থেকে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন। তারা বিউটি কেয়ার, কম্পিউটার অপারেশন, সুইং অপারেশন, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং ট্রেডে দক্ষতা অর্জন করেছেন এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সূত্র আরো জানায়, মেলার মাধ্যমে গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার ১৩টি প্রতিষ্ঠানে ৮৪ জন নারীকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি, উন্নয়ন সংস্থা কারিতাস ও ডাচ্-বাংলা ব্যাংক উদ্যোক্তা হতে আগ্রহী নারীদের ২০-৫০ হাজার টাকার ঋণসহ নানা সহায়তা প্রদানের ঘোষণা দেয়।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ