বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়গাজীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাক দুমড়ে-মুচড়ে প্রাণ গেল ২জনের

গাজীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাক দুমড়ে-মুচড়ে প্রাণ গেল ২জনের

গাজীপুর মহানগরীর দক্ষিণখান এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল দুই জনের। ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ড্রাম ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে দক্ষিণখান এলাকার আক্কাস মার্কেট সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতরা হলেন, ঢাকার উত্তরা কামারপাড়ার পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা বাবুল খান (৫৫) এবং মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭), যিনি ট্রাকটির চালক ছিলেন।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, “মঙ্গলবার রাতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে আক্কাস মার্কেট এলাকায় পৌঁছালে একটি ড্রাম ট্রাক রেললাইন অতিক্রমের চেষ্টা করে। এসময় ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।”

জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি মাটি পরিবহনের কাজে ব্যবহার করা হতো। রেলক্রসিংটি অরক্ষিত থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এমন দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ