গাজীপুরের টঙ্গীতে পরিবেশ ধ্বংসকারী অবৈধ পলিথিন তৈরির দুটি কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩ হাজার কেজি পলিথিন জব্দ করেছেন গাজীপুর জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ জুলাই) টঙ্গী এলাকার দুটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।এছাড়া কারখানাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ডেসকো মিটার জব্দ করেছে।
গাজীপুর টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুশফিক-উল-আলমের নেতৃত্বে পরিচালিত এই টাস্কফোর্স অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার বাহিনী, পরিবেশ অধিদপ্তর, গাজীপুর সিটি কর্পোরেশন এবং ডেসকো’র প্রতিনিধিরা অংশ নেন। অভিযানে বড় দেওড়া এলাকার ‘মায়ের দোয়া প্লাস্টিক’ ও আউচপাড়ার ‘মারফত এন্টারপ্রাইজ’ নামের কারখানাগুলোতে অভিযান চালানো হয়।
তথ্য পেয়ে কারখানার মালিক ও শ্রমিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরিবেশ অধিদপ্তর গাজীপুর কার্যালয় কারখানাগুলোর বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশনা দিয়েছে।