রবিবার, জানুয়ারি ৪, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়গাজীপুরের ৫ আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, বহাল ৩৪

গাজীপুরের ৫ আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, বহাল ৩৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৫৩ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাছাই শেষে বৈধ হিসেবে বহাল রাখা হয়েছে ৩৪ জন প্রার্থীর মনোনয়নপত্র।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, গাজীপুর-২ (সিটি কর্পোরেশন এলাকা) আসনে সবচেয়ে বেশি আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে এক শতাংশ ভোটারের সমর্থন না থাকায় চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তারা হলেন— মোঃ আতিকুল ইসলাম (গণফ্রন্ট), খন্দকার রুহুল আমিন (খেলাফত মজলিশ), জিত বড়ুয়া (স্বতন্ত্র) ও তাপসী তন্ময় চৌধুরী (স্বতন্ত্র)।
এছাড়া হলফনামা ও প্রয়োজনীয় নথিপত্রে ত্রুটির কারণে আরও চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন— মাহফুজুর রহমান খান (গণঅধিকার পরিষদ), ইসরাফিল মিয়া (জাতীয় পার্টি), শরিফুল ইসলাম (জনতার দল) এবং স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন সরকার।
গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটি কর্পোরেশনের একাংশ) আসনে যথাযথ কাগজপত্র দাখিল করতে না পারায় দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন— জাতীয় পার্টির শফিকুল ইসলাম ও গণফ্রন্টের মোঃ আতিকুল ইসলাম।
গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদর একাংশ) আসনে নির্বাচন কমিশনের শর্ত পূরণ না করা ও নথিপত্রে অসংগতি থাকায় তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তারা হলেন— ইসলামী ঐক্যজোটের হাঃ মাওঃ মুফতি শামীম আহমদ, স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী এবং গোলাম শাব্বির আলী।
গাজীপুর-৪ আসনে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তারা হলেন— স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল হাসেম, মোঃ শফিউল্লাহ, আমজনতার দলের জাকির হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজিম উদ্দিন।
এদিকে গাজীপুর-৫ আসনে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন— রুহুল আমিন (বাংলাদেশ খেলাফত মজলিস) ও ডাঃ মোঃ সফিউদ্দিন সরকার।
রিটার্নিং অফিসার জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ