গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের রাজনীতিতে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছেন তরুণ নেতা আতাউর রহমান মোল্লাহ। তাঁর নেতৃত্বে স্থানীয় রাজনীতিতে পরিবর্তনের এক নতুন ধারার সূচনা হয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ। তরুণ প্রজন্মের কাছে তিনি ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন সততা, স্বচ্ছতা ও উন্নয়নমুখী ভাবনার জন্য। তৃণমূলের কাঠগড়ায় নামক অনুষ্ঠান করে ইতিমধ্যে তিনি বেশ সাড়া ফেলেছে সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমান মোল্লাহ দীর্ঘদিন ধরে সমাজসেবা, শিক্ষাবিস্তার ও বেকার যুবকদের কর্মসংস্থানে কাজ করে আসছেন। তিনি বিশ্বাস করেন, রাজনীতি মানে কেবল ক্ষমতা নয় এটি মানুষের সেবার একটি পথ।
আতাউর রহমান মোল্লাহ বলেন, “গাজীপুরকে আমি দেখতে চাই একটি আধুনিক, শিক্ষা ও কর্মসংস্থানভিত্তিক শহর হিসেবে। জনগণের অংশগ্রহণেই আসবে সত্যিকারের পরিবর্তন।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণদের অংশগ্রহণ ও নতুন নেতৃত্বের উত্থান গাজীপুরের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
স্থানীয় জনগণও আশা করছেন, আতাউর রহমান মোল্লাহর মতো তরুণ ও উদ্যমী নেতাদের হাত ধরেই গাজীপুরে শুরু হবে উন্নয়ন ও পরিবর্তনের নতুন অধ্যায়।
