গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুর্গা বিসর্জনের সময় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার চাপাইর ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, দুর্গাপূজার বিসর্জন দেখতে হাজারো মানুষ নদীর পাড়ে ভিড় করেন। এ সময় কিছু লোকজন নৌকায় করে নদী পার হতে গেলে অতিরিক্ত ভিড়ের কারণে একটি নৌকা হঠাৎ ডুবে যায়। নৌকায় থাকা বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও দুই শিশু পানিতে তলিয়ে যায়।তাৎক্ষণিকভাবে নিখোঁজ শিশুদের নাম পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতিয়ার খান জানান, “আমরা ডুবুরি দল নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছি। এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না মোট কতজন নিখোঁজ রয়েছে।”এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিখোঁজ শিশুদের স্বজনরা নদীর তীরে ভিড় করে কান্নায় ভেঙে পড়েন। উদ্ধার অভিযান চলমান রয়েছে।