শনিবার, আগস্ট ৩০, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়আহত ভিপি নুর আইসিইউতে

আহত ভিপি নুর আইসিইউতে

রাজধানীর বিজয়নগরে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে ৯ নম্বর বেডে তিনি চিকিৎসাধীন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও এবি পার্টির চেয়ারম্যান মজিবর রহমান মঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশেদ খান বলেন, চিকিৎসকরা জানিয়েছেন নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। বাঁচবে কিনা জানি না।
তিনি আরও বলেন, নুরের কিছু হলে তার দায় সেনাপ্রধান ও প্রফেসর ইউনূসকে নিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে সেনাপ্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টাকে বক্তব্য পরিষ্কার করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে যারা হামলা করেছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। নতুবা যমুনা ঘেরাও করা হবে।
রাশেদ খান আরও বলেন, আইজিপি ও ডিএমপি কমিশনারকে পদত্যাগ করতে হবে।
মজিবর রহমান মঞ্জু বলেন, নুরকে আইসিইউতে রাখা হয়েছে। একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, শনিবার দুপুর ২টায় একটি সর্বদলীয় সভা হবে। সেটি গণঅধিকার পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হতে পারে। পরবর্তী আপডেট জানানো হবে।
এর আগে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ