ফরিদপুর-৪ আসনের অন্তর্গত আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আজ সকাল ৮টা থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক অবরোধ শুরু করেছেন স্থানীয় জনগণ। এর ফলে দক্ষিণবঙ্গের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের ঘোষিত নতুন আসনসীমা অনুযায়ী এই দুটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে স্থানান্তর করা হয়। এই সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করে স্থানীয়রা বিভিন্ন পয়েন্টে—হামিরদী, পুখুরিয়া, মুনসুরাবাদ ও দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে—গাছ ও বাঁধা বসিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
অবরোধকারীদের অভিযোগ, “ষড়যন্ত্রমূলকভাবে আমাদের এলাকা অন্য আসনে সংযুক্ত করা হয়েছে, যা আমরা মেনে নেব না।” তারা সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এই অবরোধের ফলে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকে পড়েছে মহাসড়কে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।