মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়আবু সাঈদ হত্যায় ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে

আবু সাঈদ হত্যায় ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে

জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা আর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে আজ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দল তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
আগামী রোববার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে, গত ২৪ জুন তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের প্রসিকিউশনে প্রতিবেদন জমা দেয়। হত্যাকাণ্ডে মোট ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ