রবিবার, আগস্ট ১৭, ২০২৫
No menu items!
বাড়িঅর্থনীতিআবাসন মেলার পর্দা নামছে আজ

আবাসন মেলার পর্দা নামছে আজ

রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত পাঁচ দিনব্যাপী আবাসন মেলার পর্দা নামছে আজ শুক্রবার।মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। ২৩ ডিসেম্বর থেকে শুরু হয়। মেলার শেষ দিনে এসে অনেকেই তাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাট খুঁজে পেতে আশাবাদী।মেলার প্রথম চার দিনে বিপুলসংখ্যক ক্রেতা এবং দর্শনার্থী উপস্থিত হওয়ায় আয়োজকরা সন্তুষ্ট। এবারের মেলার মূল লক্ষ্য ছিল আবাসন খাতের বর্তমান অচলাবস্থা কাটিয়ে উঠতে সহায়তা করা, যা বিভিন্ন প্রতিষ্ঠান আশা করছেন যে এই মেলার মাধ্যমে সম্ভব হবে।মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন, তারা মেলায় ভালো সাড়া পেয়েছেন এবং বিশেষ করে মেট্রোরেল নির্মাণের কারণে উত্তরার দিকে ফ্ল্যাটের চাহিদা বেড়েছে। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ ও মেলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস বলেন, “মেলায় পজিটিভ সাড়া পাচ্ছি, বিশেষ করে উত্তরার দিকে ফ্ল্যাটের চাহিদা অনেক বেশি।এছাড়া রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-৩ ইঞ্জি. আব্দুল লতিফ জানান, তার প্রতিষ্ঠান বেসিক বিল্ডার্স মেলায় ছোট থেকে মাঝারি সব ধরনের প্রকল্প নিয়ে হাজির হয়েছে। তারা সব ধরনের ক্রেতার চাহিদা পূরণের জন্য প্রস্তুত।আবাসন মেলার মাধ্যমে নানা ধরনের সুযোগ-সুবিধা এবং বিশেষ ছাড়ের মাধ্যমে ক্রেতারা তাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাট খুঁজে পেতে পারছেন। আশা করা হচ্ছে, শেষ দিনেও মেলা বড় সাড়া পাবে এবং আবাসন খাতের সংকট কাটাতে সহায়ক ভূমিকা রাখবে।
Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ