ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন। বুধবার বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সিইসি ও চার নির্বাচন কমিশনার সাক্ষাৎ করেন। নির্বাচনকে সুষ্ঠু, নিরাপদ এবং উৎসবমুখর করতে রাষ্ট্রপতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতে ভোটার তালিকা, ব্যালট প্রস্তুতি, ভোটার সুবিধা, গণনার পদ্ধতি, আউট অব কান্ট্রি ও ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ের প্রস্তুতি– এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইসি সচিব জানান, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটের সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ব্যালটের রং, গণনার পদ্ধতি ও রাজনৈতিক দল নিবন্ধন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি রাষ্ট্রপতিকে অবহিত করেছেন সিইসি।
সচিব আরও বলেন, আউট অব কান্ট্রি ও ইন কান্ট্রি পোস্টাল ভোটিং নিয়ে রাষ্ট্রপতির আগ্রহ ছিল সবচেয়ে বেশি। বিষয়গুলো শুনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন— একটি ভালো, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব সহযোগিতা তিনি দেবেন।
প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে ইসির সদস্যরা বেরিয়ে এলেও তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। পরে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, রাষ্ট্রপতিকে সার্বিক নির্বাচন প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়েছে।
বাগেরহাট ও গাজীপুরে আসন পুনর্বহাল
হাইকোর্টের রায় বহাল রেখে বাগেরহাটের চারটি ও গাজীপুরের পাঁচটি আসন পুনর্বহালের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। ফলে বাগেরহাটের চারটি আসন পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট জারি করতে হবে ইসিকে।
সিইসির ভাষণ রেকর্ড
তফসিল ঘোষণার লক্ষ্যে বুধবার বিকাল ৪টায় সিইসির ভাষণ রেকর্ড করতে টেলিভিশন ও বেতারকে ইসিতে ডাকা হয়।
উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুত স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আগের নির্বাচনগুলোর তুলনায় এবার আরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। ভোটারদের স্বাধীনভাবে ভোটকেন্দ্রে যেতে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সমন্বিত সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।”
ভোটের ট্রেন প্রস্তুত যাত্রার জন্য
সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমা, বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও ভোটের তারিখ আজকের তফসিলে নির্ধারিত হবে। গণভোটের জন্য ঘোষণা দেওয়া হবে শুধু ভোটের তারিখ।
পোস্টাল ভোটিংয়ের সুযোগ পাচ্ছেন বিদেশে বসবাসরত নিবন্ধিত বাংলাদেশিরাও। সব প্রস্তুতি প্রায় শেষ, এখন কেবল তফসিল ঘোষণার অপেক্ষা। নির্বাচনী ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শুধু হুইসেলের অপেক্ষা।
