বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তিনি বলেন, “তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দেবেন এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেবেন।”
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংক ভবনে প্রতিষ্ঠানটির কর্মচারী সংঘের সম্মেলনে এ কথা বলেন ডা. জাহিদ।
তিনি বলেন, “জাতীয় নির্বাচনের বহু আগেই তারেক রহমান দেশে থেকে দলকে নেতৃত্ব দেবেন। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তারা সফল হবে না। সংবিধান অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই ষড়যন্ত্রে লিপ্ত। পতিত স্বৈরাচার পেছনের দরজা দিয়ে এসে জনগণের অধিকার হরণ করতে চায়।”
পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাত) পদ্ধতির দাবি প্রসঙ্গে তিনি বলেন, “এটি একটি বেআইনি আবদার। সংবিধান কোনো আবেগ দিয়ে চলে না—এটা ডাস্টবিনে ফেলে দেওয়ার জিনিস নয়। জনগণের আকাঙ্ক্ষা বুঝে চলতে হবে।