আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো ধরনের যোগাযোগ বা সমঝোতা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলীয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, “নিউইয়র্কে যদি অন্তর্বর্তী সরকার দক্ষতার সঙ্গে কার্যকর ভূমিকা পালন করত, তাহলে আওয়ামী দোসররা এতটা সাহস পেত না। সরকার ব্যর্থ হওয়ায় তারা দেশে-বিদেশে সক্রিয় হতে পারছে।”
তিনি আরও অভিযোগ করেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) অর্থপাচারকারীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। “টাকা ফেরত আনা তো দূরের কথা, বিচারেও তারা ব্যর্থ হয়েছে। ফলে প্রতিষ্ঠানটি অচল অবস্থায় রয়েছে,” বলেন রিজভী।
সম্প্রতি নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাঞ্ছিত করার খবরকে ভিত্তিহীন ও অপপ্রচার উল্লেখ করে রিজভী বলেন, “এসব মিথ্যা রটনার মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে।”
তিনি বলেন, ষড়যন্ত্র এখনও চলছে। তাই নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করতে হবে, যেন জনগণ আবারও ধানের শীষে ভোট দিতে পারে।