বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে কোনো চক্রান্তের কাছে মাথানত করা হবে না, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতেই হবে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে যেকোনো চক্রান্ত কখনোই সফল হতে পারে না। আগামী নির্বাচন হবে বাংলাদেশপন্থি উদারপন্থি শক্তি ও স্বাধীনতাবিরোধী শক্তির মধ্যে একটি গুরুত্বপূর্ণ লড়াই।
এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে আবারও হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে আমরা গভীরভাবে আশঙ্কা করছি যে সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে। শত্রুরা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের মানুষ আবারও একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখছে। বিএনপি যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখবে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা রক্ষা করবে।
