বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়১৬ বছর বয়সী নাগরিকরাও পাবেন এনআইডি : ইসি সচিব

১৬ বছর বয়সী নাগরিকরাও পাবেন এনআইডি : ইসি সচিব

এখন থেকে ১৬ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকরাও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
সচিব বলেন, “সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের বয়স ১৬ বছর হয়েছে তারা এনআইডির জন্য নিবন্ধন করতে পারবেন। এতে আমরা অগ্রিম কিছু তথ্য সংরক্ষণ করতে পারব। বিদেশে পড়াশোনা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, চিকিৎসাসহ অনেক গুরুত্বপূর্ণ কাজেই এনআইডির প্রয়োজন হয়। ১৬ বছর বয়সে এনআইডি না থাকার কারণে অনেকেই এসব ক্ষেত্রে সমস্যায় পড়েন। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, এনআইডি হারিয়ে গেলে এখন থেকে সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না।
“এর আগে এনআইডি হারিয়ে গেলে জিডি করার নিয়ম ছিল। কিন্তু সময় ও সুযোগের স্বল্পতায় নাগরিকরা ভোগান্তিতে পড়তেন। তাই এখন থেকে জিডি ছাড়াই দ্বিতীয়বার এনআইডি সংগ্রহ করা যাবে,” বলেন আখতার হোসেন।
এছাড়া, ইসি সূত্র জানায়, এনআইডি সংশোধনের ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ২০২৫ সালের প্রথম ছয় মাসে মোট ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি সংশোধনের আবেদন জমা পড়ে, যার মধ্যে ৯ লাখ ৭ হাজার ৬৬২টি আবেদন নিষ্পত্তি করেছে কমিশন। এতে এনআইডি সংশোধন সংক্রান্ত নাগরিক দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করা হয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ