শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়স্লোগানে স্লোগানে প্রকম্পিত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

স্লোগানে স্লোগানে প্রকম্পিত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার এখনও প্রায় দুই ঘণ্টা বাকি। কিন্তু সকাল থেকেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঢল নামতে শুরু করে মানুষের। এরই মধ্যে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা।

আজ (শনিবার) দুপুর ২টায় হাদির জানাজার সময় নির্ধারিত রয়েছে। দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মানিক মিয়া এভিনিউ। এখনও আসছেন হাজারও শুভানুধ্যায়ী।

মিছিল নিয়ে প্রবেশ করছেন অনেকেই। সবার মুখেই স্লোগান— ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’।

 

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক হাদির জানাজায় অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে এসেছেন মিজানুর রহমান। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমাদের হাদির জানাজায় অংশ নিতে সকালেই এসেছি। তাকে গুলি করার পর থেকেই রাতে ঘুমাতে পারছি না। আল্লাহর কাছে তার জন্য সবসময় দোয়া করি। তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক।

কথা হয় ঢাকার বাইরে থেকে আসা অয়ন চৌধুরীর সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, হাদির আগে আল্লাহ আমাকে নিল না কেন? এ দেশে তার মতো মানুষের প্রয়োজন ছিল অনেক।

মানিক মিয়া এভিনিউয়ের প্রবেশপথ খেজুর তলায় বাঁশের ব্যারিকেড দিয়ে সবাইকে তল্লাশি করে তারপর ঢুকতে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ