রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীসনদের আইনিভিত্তির দাবিতে সংসদ ভবনে জুলাইযোদ্ধাদের অবস্থান

সনদের আইনিভিত্তির দাবিতে সংসদ ভবনে জুলাইযোদ্ধাদের অবস্থান

জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত করার দাবিতে আজ শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাইযোদ্ধারা।

সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেট দিয়ে প্রবেশের চেষ্টা করেন বিক্ষুব্ধ জুলাইযোদ্ধারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলার পর মূল মঞ্চের সামনে জড়ো হওয়ার অনুমতি পান তারা। এ সময় তারা স্লোগান দেন এবং সরকারের প্রতি আহ্বান জানান, যেন জুলাই সনদে তাদের ভূমিকা ও অবদান যথাযথভাবে স্বীকৃতি পায়।
আয়োজকদের আহ্বানে সাড়া দিয়ে পরে আন্দোলনকারীরা মঞ্চ ও অতিথিদের জন্য নির্ধারিত আসনে বসে পড়েন।
জুলাইযোদ্ধাদের অভিযোগ, তাদের দীর্ঘদিন ধরে অবমূল্যায়ন করা হচ্ছে। তারা বলেন, “জুলাই সনদ আমরা আন্দোলন করে আদায় করেছি, অথচ সেখানে আমাদের স্বীকৃতি নেই। সরকারের পক্ষ থেকে কেউ আমাদের কথা শুনছে না।”
শুক্রবার বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা এ অনুষ্ঠানে অংশ নিচ্ছে না। বৃহস্পতিবার গভীর রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, “এ অনুষ্ঠান কেবল একটি আনুষ্ঠানিকতা; এটি কোনো আইনিভিত্তি তৈরি করবে না।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আইনি নিশ্চয়তা ছাড়া এ ধরনের আয়োজন ‘জুলাই ঘোষণাপত্র’-এর মতো একতরফা দলিলে পরিণত হবে।” যদিও এনসিপি জানিয়েছে, ঐকমত্য কমিশনের সময় বৃদ্ধি প্রক্রিয়ার মাধ্যমে তারা নিজেদের অবস্থান তুলে ধরবে এবং দাবিগুলো পূরণ হলে ভবিষ্যতে স্বাক্ষর প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ