চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত্যন্ত জটিল ও সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেটে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি ঘটে। পরে তাকে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে—এমনটা বলা যাচ্ছে না। তিনি অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত অতিক্রম করছেন।
তিনি আরও বলেন, চিকিৎসা ও মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে যদি তিনি এই সংকট কাটিয়ে উঠতে পারেন, তাহলে আশাব্যঞ্জক কিছু হতে পারে।
এর আগে শনিবার রাতে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। তারা দীর্ঘ সময় মায়ের শয্যাপাশে অবস্থান করেন বলে জানান ডা. জাহিদ।
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ডা. জাহিদ বলেন, তারেক রহমান ও তার পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়ার অনুরোধ জানানো হয়েছে। দেশবাসী সব সময় তার জন্য দোয়া করছেন—এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে চিকিৎসক ও নার্সদের নিরলস সেবার জন্য ধন্যবাদ জানান।
এ সময় ডা. জাহিদ আরও জানান, হাসপাতালে ভর্তি অন্য কোনো রোগীর চিকিৎসায় যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান।
