শনিবার, অক্টোবর ১১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়শনিবার ভোরে দেশে ফিরেছেন শহিদুল আলম

শনিবার ভোরে দেশে ফিরেছেন শহিদুল আলম

বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার পর অবশেষে মুক্তি পেয়েছেন। ফিলিস্তিন সংহতি অভিযানে অংশগ্রহণের সময় তাকে আটক করা হয়েছিল।

শুক্রবার (১০ অক্টোবর) মুক্তি পাওয়ার পর তিনি শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মুক্তি পাওয়ার পর শহিদুল আলম প্রথমে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান। স্থানীয় সময় দুপুর আড়াইটায় তিনি ইস্তাম্বুলে অবতরণ করেন। সেখানে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানান, শহিদুল আলমের ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার ফ্লাইটটি ইস্তাম্বুল সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছেড়ে যায়।

শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সহযোগিতার কারণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, শহিদুল আলম আটক হওয়ার পরপরই বাংলাদেশ সরকার জর্ডান, মিশর এবং তুরস্কে অবস্থিত দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার নির্দেশ দেয়।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ