মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটি মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তিন দিনেও তার জ্ঞান ফেরেনি। অবস্থা সংকটাপন্ন হওয়ায় শুক্রবার (৭ মার্চ) রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
শিশুটির মামা ইউসুফ বিশ্বাস লাইফ সাপোর্টে নেওয়ার তথ্য নিশ্চিত করে জানান, শিশুটি কথা বলছে না, নড়াচড়াও নেই।
পুলিশ জানায়, গত বুধবার (৬ মার্চ) মাগুরা সদর উপজেলার নান্দুয়ালী মাঠপাড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। প্রধান অভিযুক্ত শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ (৪৭)। এ ঘটনায় তার ছেলে ও শিশুটির দুলাভাই সজিব শেখকেও (১৮) আটক করেছে পুলিশ।
স্বজনরা জানান, স্কুলে রোজার ছুটি থাকায় পাঁচ দিন আগে শিশুটি বোনের বাড়ি বেড়াতে আসে। ঘটনার দিন সকালে ঘরে একা পেয়ে হিটু শেখ তাকে ধর্ষণ করে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটি কান্নাকাটি শুরু করলে তার বোন বিষয়টি জানতে পারেন। এরপর দ্রুত তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি ঘটলে বৃহস্পতিবার রাতে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আইয়ুব আলী বলেন, ‘শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তাই এখনো মামলা হয়নি। তবে পুলিশ সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করেছে।