শনিবার, জুন ১৪, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীনিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে হেলপার নিহত, আহত ২০

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে হেলপার নিহত, আহত ২০

ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাস সড়কে উল্টে গিয়ে বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ যাত্রী।

বুধবার (১১ জুন) সকাল পৌনে ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই হেলপারের নাম মঞ্জুরুল হাসান (৪১)।সে  শেরপুরের শ্রীবরদীর বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানান, জুনায়েদ একপ্রেস নামের যাত্রীবাহী ঢাকাগামী একটি বাস সকাল পৌনে ৮টার দিকে চায়না মোড় এলাকায় গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে বাসের হেলপার নিহত হন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন যাত্রী। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় হাসপাতালে ২০ জনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে শিশুসহ সাতজনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, জুনায়েদ একপ্রেস নামের যাত্রীবাহী চলন্ত একটি বাস সকাল পৌনে ৮টার দিকে চায়না মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে উল্টে যায়।এতে বাসের একজন হেলপার মারা গেছে এবং অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন চলন্ত অবস্থায় গাড়ি  চালক ঘুমিয়ে পড়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর পরই চালক পালিয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ