শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, এনসিপির দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, এনসিপির দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে। তবে দলটির পক্ষ থেকে এ খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টায় এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী এখনও দলের সঙ্গে আছেন এবং নিয়মিতভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “নাসীরুদ্দীন পাটওয়ারী কিছুদিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন-সংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের দায়িত্বে সক্রিয় আছেন। তার পদত্যাগ বা অব্যাহতির খবর সম্পূর্ণ মিথ্যা।”

এ বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, “কনফার্ম করছি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের সংবাদ গুজব ছাড়া আর কিছুই নয়। এমন অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।”

এর আগে রাতের দিকে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে “দলের সূত্র” উদ্ধৃত করে খবর প্রকাশ করা হয় যে, নাসীরুদ্দীন পাটওয়ারী দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন, তবে এখনও তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি।

দলীয় সূত্রগুলো দাবি করছে, গুজব ছড়িয়ে এনসিপির ঐক্য বিনষ্টের অপচেষ্টা চলছে। দলটি ঐক্যবদ্ধভাবে জাতীয় রাজনীতিতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাচ্ছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ