গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী আমবাগ চায়না মার্কেট এলাকায় একটি ঝুট গোডাউনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে গাজীপুর মহানগরীর আমবাগ নতুন বাজার এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে হঠাৎ গোডাউনের ভেতর থেকে কালো ধোয়া বের হয়। পরে গোডাউনের লোকজন ছুটে গিয়ে আগুন দেখতে পান। এসময় তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ততোক্ষণে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিস ও ডিবিএল এর মোট চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মুহাম্মদ মামুন জানান, কোনাবাড়ী এলাকায় অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রাপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে জানা যাবে।