শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
No menu items!
বাড়িঅর্থনীতিডলার-পাউন্ড আর স্বর্ণালঙ্কারে ঠাসা এস কে সুরের লকার

ডলার-পাউন্ড আর স্বর্ণালঙ্কারে ঠাসা এস কে সুরের লকার

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিনটি লকারে মিলেছে বিপুল বিদেশি মুদ্রাসহ স্বর্ণালঙ্কার। দিনভর নানা নাটকীয়তা শেষে রোববার (২৬ ডিসেম্বর) রাতে তার তিনটি লকার খুলতে সক্ষম হয় দুদকের সাত সদস্যের দল।লকারগুলো থেকে ৫৫ হাজার ইউরো ছাড়াও ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার এবং এক কেজি ৫ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকা এফডিআর পাওয়া গেছে।এর আগে, রোববার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় ব্যাংকে উপস্থিত হয় দুদকের সাত সদস্যের প্রতিনিধি দল। পরে লকারের দায়িত্বে থাকা নির্বাহী পরিচালকের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ দুদক পরিচালক কাজী মো. সায়েমুজ্জামানের নেতৃত্বে ওই প্রতিনিধি দলের বৈঠক হয়।তবে সন্ধ্যা পর্যন্ত দুদকের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকেই অবস্থান করলেও দীর্ঘ এই সময়ে তারা এস কে সুরের ব্যক্তিগত লকারগুলো খুলতে পারেননি। অবশেষে রাতে তারা তিনটি লকার খুলতে সমর্থ হন।গত ১৯ জানুয়ারি সাবেক এই ডেপুটি গভর্নরের ধানমন্ডির বাসা থেকে ১৬ লাখ ২৫ হাজার টাকা ও সাড়ে ৪ কোটি টাকার ফিক্স ডিপোজিটের ডকুমেন্ট উদ্ধার করে দুর্নীতি দমন কমিশন। ওই ডকুমেন্ট থেকে কেন্দ্রীয় ব্যাংকে তার ৩টি লকার থাকার নথি পাওয়া যায়। পরে আদালতের নির্দেশে লকারগুলো খোলার অনুমতি পায় দুদক।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা