শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির শোকসভা ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির শোকসভা ও দোয়া মাহফিল

ইমরুল হাসান বাবু,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:

টাঙ্গাইলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল জেলা সদর ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এলজিইডি মোড় এলাকায় ওয়ার্ড বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশ ও জনগণের প্রতি তাঁর অবদানের নানা দিক তুলে ধরেন। বক্তারা বলেন, আপসহীন নেতৃত্ব ও দেশপ্রেমিক রাজনীতির জন্য বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শোকসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ