শাহ আলম, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি মধ্যপাড়া গ্রামে এক অসুস্থ মুক্তিযোদ্ধার ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।ভুক্তভোগী ওই মুক্তিযোদ্ধার নাম খোরশেদ আলম ওরফে খসরু।দীর্ঘ ২৫ বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী।স্থানীয় বাসিন্দাদের দাবি,অতি অল্প সময় অসুস্থ মুক্তিযোদ্ধার ভাতা চালু করার।প্রশাসনের নিষ্ক্রিয়তা ও প্রতারকের নতুন ষড়যন্ত্র খোরশেদ আলমের পরিবার ন্যায়বিচারের আশায় বহুবার জেলা প্রশাসকের কাছে আবেদন করলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। প্রাথমিকভাবে জেলা প্রশাসকের নির্দেশে নবাব আলীর অবৈধ ভাতা গ্রহণ বন্ধ করা হয়েছিল, তবে স্থায়ী কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো, বাসাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তার যোগসাজশে প্রতারক নবাব আলী আবারও ভাতা চালু করার পরিকল্পনা করছে, এমন তথ্য গোপন সূত্রে জানা গেছে। প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এমন ভূমিকা মুক্তিযোদ্ধা পরিবারকে আরও হতাশার মধ্যে ফেলেছে।কঠিন বাস্তবতায় বীর মুক্তিযোদ্ধার জীবনসংগ্রাম ২৫ বছর ধরে প্যারালাইসিসে আক্রান্ত মুক্তিযোদ্ধা খোরশেদ আলম চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন। পরিবারের সদস্যরা বিভিন্ন দপ্তরে ঘুরে ন্যায়বিচার চাইছেন, কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তার বিবাহিতা মেয়ে দিনের পর দিন অফিসে অফিসে ঘুরেও সুবিচার পাননি। অন্যদিকে, তার ছোট ছেলে আব্দুল মান্নান প্রতারক চাচার দ্বারা বারবার শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন। প্রাণের ভয়ে তিনি শেষ পর্যন্ত দেশ ছেড়ে বিদেশে চাকরি নিতে বাধ্য হন।
গ্রামবাসীর ক্ষোভ ও দাবি
এই নির্মম প্রতারণার ঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে প্রতারক নবাব আলীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
একজন মুক্তিযোদ্ধার প্রতি এই অমানবিক আচরণ শুধু ব্যক্তিগত প্রতারণা নয়, বরং এটি সমাজের মূল্যবোধ ও নৈতিকতার চরম অবক্ষয়ের চিত্র। মুক্তিযোদ্ধাদের প্রতি এই অবহেলা ও প্রতারণা যদি চলতে থাকে, তবে ভবিষ্যতে আর কেউ দেশের জন্য প্রাণ বাজি রাখতে আগ্রহী হবে না।
এখন সময় এসেছে প্রশাসন, সমাজ এবং জনগণের সম্মিলিতভাবে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আমরা আশা করি, দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং মুক্তিযোদ্ধা খোরশেদ আলম তার ন্যায্য অধিকার ফিরে পাবেন।