গাজীপুরের শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই যুদ্ধাদের তালিকায় বৈষম্যের প্রতিবাদ ও বঞ্চিতদের গেজেট ভুক্ত করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশে তীব্র যানযটের সৃষ্টি হয়।
রোববার(১০ আগস্ট)দুপুর সোয়া ১২ টা থেকে ১ টা পর্যন্ত উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশে পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুই শতাধিক শিক্ষার্থী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান,জুলাই যুদ্ধাদের তালিকায় বৈষম্যে পাওয়া গেছে। এ তালিকা থেকে ভুয়া জুলাই যোদ্ধাদের বাতিল এবং প্রকৃত জুলাই যোদ্ধাদের অন্তর্ভুক্ত করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
আন্দোলনরত শিক্ষার্থী নীলয় জানান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক ছাত্র জনতা নিহত ও আহত হয়েছেন। জুলাই যোদ্ধাদের একটি তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। সেখানে ভুয়া জুলাই যোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।পাশাপাশি প্রকৃত জুলাই যোদ্ধারা বাদ পড়েছে। তাই অতি দ্রুত ভুয়া জুলাই যোদ্ধাদের তালিকা থেকে বাতিল করে প্রকৃত জুলাই যোদ্ধাূের অন্তর্ভুক্ত করার দাবিতে আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন,সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচির খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হই।তাদের সাথে কথা বলে দাবি আদায়ে আশ্বাস পেয়ে সড়ক অবরোধ তোলে নেন। তাদের দাবি হলো প্রকৃতদের গেজেট ভুক্ত করা।যারা তালিকা থেকে বাদ পড়েছে দ্রুত তাদের অন্তর্ভুক্ত করা।