সোমবার, জুলাই ২১, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়জামায়াতের জাতীয় সমাবেশ ঘিরে রাজধানীতে ভোর থেকেই নেতাকর্মীর ঢল

জামায়াতের জাতীয় সমাবেশ ঘিরে রাজধানীতে ভোর থেকেই নেতাকর্মীর ঢল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে রাজধানীতে ভোর থেকেই নেতাকর্মীর ঢল নেমেছে।আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবি আদায়ে জামায়াতে ইসলামীর ডাকা জাতীয় সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা দলে দলে রাজধানীতে আসছেন।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। আর মূল পর্ব শুরু হবে দুপুর ২টায়। সমাবেশে অংশ নিতে ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন প্রবেশপথ ও আশপাশের এলাকায় নেতাকর্মীর উপস্থিতি চোখে পড়ার মতো।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা গেছে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভোর রাত থেকেই দলীয় নেতাকর্মীরা ঢাকায় আসছেন। অনেকে রাতেই এসে পৌঁছেছেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক বহন করে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল আকারে সমাবেশস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন।
দলীয় সূত্র জানায়, সমাবেশে বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।
জামায়াতের দাবি, আজকের সমাবেশে সারা দেশ থেকে প্রায় ১০ লাখ নেতা-কর্মী অংশ নেবেন। তাই নেতা-কর্মীদের আনতে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি।
এর আগে, সমাবেশের সর্বশেষ প্রস্তুতি দেখতে শুক্রবার (১৮ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে যান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, শনিবার সকাল ১০টায় কোরআন তিলাওয়াত দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর হামদ ও নাত পরিবেশন করা হবে। আর মূল অনুষ্ঠান শুরু হবে বেলা দুইটায়।
তিনি আরও বলেন, সমাবেশস্থলে ২০টি পয়েন্টে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। ঢাকা শহরের বাইরে থেকে যারা আসবেন, তাদের জন্য কমপক্ষে ১৫টি পার্কিং পয়েন্ট রাখা হয়েছে।
সমাবেশটি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতাও বৃদ্ধি পেয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ