শনিবার, মার্চ ২২, ২০২৫
No menu items!
বাড়িঅপরাধগাজীপুর সাফারি পার্কের নীলগাই একমাস  ধরে নিখোঁজ

গাজীপুর সাফারি পার্কের নীলগাই একমাস  ধরে নিখোঁজ

গাজীপুর সাফারি পার্কের ইটের তৈরি ভাঙা দেয়াল টপকে পালিয়ে গেছে বিলুপ্ত প্রাণী নীলগাই। সাফারি পার্ক থেকে নিখোঁজ হওয়া নীলগাই এক মাসেও উদ্ধার করা সম্ভব হয়নি। নীলগাইটিকে সর্বশেষ ১৩ ফেব্রুয়ারী উপজেলার গাজীপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় দেখা গেলেও উদ্ধার করতে ব্যর্থ হন পার্ক কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দারা জানান, এক  মাস আগে সাফারি পার্কের ভাঙা দেওয়াল টপকে একটি নীলগাইটি নিখোঁজ হয়।নিখোঁজ হওয়ার পর থেকেই বিভিন্ন এলাকায় নীলগাইটিকে ঘুরতে দেখা যায়।এতে এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত ১৩ ফেব্রুয়ারী সকালে নীলগাইটিকে গাজীপুর ইউনিয়নের  নতুন বাজার এলাকায় ছোটাছুটি করতে দেখা গেছে।

গাজীপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার গ্যারেজ মেকানিক সুমন জানান,সকালে আমি গ্যারেজে কাজ করতে ছিলাম। হঠাৎ দেখি একটা নীলগাই দৌড়াদৌড়ি করতেছে। এলাকায় নারী-পুরুষ সহ সব বয়সী লোকজনের মধ্যে গাই আতঙ্ক বিরাজ করছে। নীলগাইটিকে উদ্ধারে কর্তৃপক্ষকে অবগত করা হলেও তারা সঠিক সময়ে এটিকে উদ্ধারে কার্যকর ভূমিকা পালন করতে পারেনি।
উপজেলার গাজীপুর গ্রামের আইনাল হক জানান,বৃহস্পতিবার সকাল বেলা আমি ক্ষেতে কাজ করতে ছিলাম। হঠাৎ দেখি একটি নীলগাই দৌড়াদৌড়ি করতেছে। এটা দেখার পর লোকজন মিলে গাইটিকে আটকানোর চেষ্টা করি। কিন্তু ব্যর্থ হই। আমরা এজন্যই ধরার চেষ্টা করছি মনে করছিলাম যে এটা অনেকের ক্ষতি করতে পারে।
স্থানীয় এক সাংবাদিক বলেন, কয়েক দিন ধরেই আমাদের এলাকায় একটি নীলগাইটি ঘোরাফেরা করছে। পার্ক কর্তৃপক্ষকে জানানো হলেও উদ্বারে কোন তৎপরতা দেখা যায় নি।

সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম জানান, গত ১২ই ফেব্রুয়ারি উপজেলার গাজীপুর ইউনিয়নে নীলগাইটিকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন আমাদের অবগত করলে, আমরা বনের একটি টিম নিয়ে ওইখানে যাই। সারারাত চেষ্টা করেও নীলগাইটিকে আমরা ধরতে পারিনি।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার পার্কের পুরনো দেয়াল টপকে একটি পুরুষ নীলগাই সাফারি পার্কের বাইরে লোকালয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে নীলগাইটিকে পার্কে ফিরিয়ে আনতে কাজ শুরু করা হয়। কিন্তু নীলগাইটি দৌড়ে পালিয়ে যায়। প্রাণীটি গাজীপুর জেলার শ্রীপুর, ময়মনসিংহের ভালুকার সীডস্টোর, বাটাজোর ও টাঙ্গাইলের মধুপুর এলাকায় বিচরণ করছে। সাফারি পার্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পার্কে সর্বশেষ ১১টি নীলগাই ছিল। ২০১৯ সালে দেশের বিভিন্ন স্থান থেকে জব্দ হওয়া চারটি নীলগাইকে সাফারি পার্কে আনা হয়। সেখানেই তারা নতুন বাচ্চার জন্ম দিয়ে দলের সংখ্যা বাঁড়িয়েছে। ২০২১ সালে এই পার্ক থেকেই আরেকটি নীলগাই পালিয়ে যায়। দুই মাস পর টাঙ্গাইলের মধুপুর থেকে পালিয়ে যাওয়া নীলগাইটিকে উদ্ধার করে পার্কে ফিরিয়ে আনা হয়েছিল।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা