গাজীপুরের শ্রীপুরে নিএনপি নেতা আফাজ উদ্দিন মণ্ডল ও তার পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। লুটে নেওয়া হয়েছে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার।
শুক্রবার(২৫ জুলাই) দিবাগত রাত ৩টায় উপজেলার ভাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আফাজ উদ্দিন মণ্ডল শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও পৌর বিএনপির সদস্য।
আফাজ উদ্দিন মণ্ডলের ছেলে ইলিয়াস কাঞ্চন বলেন, রাত ৩টার দিকে একদল ডাকাত ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এর পর বারান্দার ফটকের তালা ভেঙে ভেতরে চলে আসে তারা । বাড়ির দুটি কক্ষের দরজা ভেতর থেকে লাগানো ছিল না। ডাকাত দল সেই ঘরগুলোতে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মিকরে তাদের চোখ-মুখ ও পাতপা বেঁধে ফেলে। পরে অন্যান্য কক্ষে প্রবেশ করে তারা। ইলিয়াস কাঞ্চন বলেন, কৌশলে চোখের কাপড় সরিয়ে তিনি দেখেন, ডাকাত দলের সদস্যদের প্রায় সবাই হাফ প্যান্ট পরা ছিল। প্রত্যেকের মুখ ছিল কাপড়ে ঢাকা। তিনি বলেন, নগদ টাকা সহ সব মিলিয়ে প্রায় ৩০লাখ টাকা মূল্যের জিনিসপত্র লুটি করা হয়।
আফাজ উদ্দিন মণ্ডল বলেন, ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল তার বাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন । তাদের হাতে পিস্তল ও দেশিয় অস্ত্র ছিল। সবাইকে জিম্মি করে ডাকাত দলের সদস্যরা ঘরের জিনিপত্র তথনচ করে। এর পর মেরে ফেলার ভয় দেখিয়ে সেগুলো নিয়ে যায়। তিনি বলেন, প্রায় ১ ঘন্টা অবস্থান করে ডাকাতেরা লুটতরাজ চালায় । ভোর রাত ৪টার দিকে ডাকাত দল চলে গেলে পরিবারের এক সদস্য কৌশলে বাঁধন খুলে আশপাশের বাড়িঘরের লোকজনকে ডেকে তুলে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।