গাজীপুরের কালিয়াকৈরের উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় হঠা মহাসড়কে একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এ সময় তীব্র যানযটের সৃষ্টি হয়েছে।
বুধবার (৪ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিকআপটির গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত। তবে তদন্তের পর সুনির্দিষ্ট কারণ বলা যাবে।’
অগ্নিকাণ্ডের পর যান চলাচল স্বাভাবিক রাখতে মাঠে নামে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী ও থানা পুলিশ।
কোনাবাড়ী নাওজোড় হাইওয়ে থানার ওসি সাওগাত হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।’
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পিকআপটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে নিশ্চিত করেন সংশ্লিষ্টরা।