শনিবার, মার্চ ২২, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়কালিহাতী প্রেসক্লাব পুনরুদ্ধার

কালিহাতী প্রেসক্লাব পুনরুদ্ধার

শাহ আলম, কালিহাতী  প্রতিনিধিঃ অবশেষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কালিহাতী প্রেসক্লাব পুনরুদ্ধার করা হয়েছে। প্রেসক্লাবের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার এই ঐতিহাসিক মুহূর্তে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহল অভিনন্দন জানিয়েছেন।

জানা যায়,গত ২৬ ফেব্রুয়ারি একদল দুর্বৃত্ত প্রেসক্লাবের তালা ভেঙে জোরপূর্বক দখল করে নেয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। দীর্ঘ অপেক্ষার পর বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টায় কালিহাতীর সাংবাদিকরা সম্মিলিতভাবে, স্থানীয় বিশিষ্টজনদের সহযোগিতায় প্রেসক্লাবটি পুনরুদ্ধার করেন।

প্রেসক্লাব পুনরুদ্ধারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সরাসরি ফোনে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বয়ে যায়। কালিহাতী প্রেসক্লাবের নির্বাচিত পরিষদ ও সাংবাদিকদের এই সাহসী ও ঐক্যবদ্ধ পদক্ষেপের প্রশংসা করেছেন সাবেক সভাপতি শাহ আলম, গৌরাঙ্গ বিশ্বাস, মীর আনোয়ার হোসেন, তারেক আহমেদ, দুলাল হোসেন রানা, সাবেক সহ-সভাপতি কামরুল হাসান, আতোয়ার রহমান, আবু আইয়ুব, সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী উপজেলা সভাপতি সৈয়দ মহসিন হাবীব ও সাধারণ সম্পাদক বিপ্লব সরকারসহ আরও অনেকে।

কালিহাতী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এই সফলতার জন্য সকল সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “সাংবাদিক সমাজের ঐক্যই আমাদের শক্তি। ভবিষ্যতেও সাংবাদিকদের স্বার্থ, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় আমরা একসঙ্গে কাজ করব এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব।

সাংবাদিকদের এই ঐক্যবদ্ধ বিজয় আবারও প্রমাণ করল যে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার মর্যাদা রক্ষায় অবিচল থাকতে হবে। এ ঘটনা স্থানীয় সাংবাদিকদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা