মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়কালিহাতীতে কয়েক দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কালিহাতীতে কয়েক দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শাহ আলম, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন। মূল দাবি ছিল কলেজের নাম পরিবর্তন করে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক)করা এবং বিভিন্ন প্রশাসনিক ও শিক্ষাগত সংকটের দ্রুত সমাধান।

গত ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে, কলেজ চত্বরে আয়োজিত মানববন্ধনে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ব্যানার হাতে নিয়ে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য স্লোগান দেন।

প্রতিবাদে বক্তব্য রাখেন ইলিয়াস হোসাইন, নাহিদ পারভেজ লেলিন, মনিরুজ্জামান মনির, তারিকুল ইসলাম প্রমুখ।
শিক্ষার্থী মতিন বলেন,আমাদের দীর্ঘদিনের দাবি উপেক্ষিত। কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
শিক্ষার্থীরা দাবি করেন,অবকাঠামোগত উন্নয়ন দরকার
, শিক্ষক ও কর্মচারী সংকট নিরসন প্রয়োজন,সর্বাধুনিক ল্যাব ও পর্যাপ্ত শ্রেণিকক্ষ চাই,ক্যাম্পাস নিরাপত্তা ও খেলাধুলার উপযোগী মাঠ নিশ্চিত করতে হবে

তাদের অভিযোগ, এসব সমস্যার সমাধান না করেই দ্বিতীয় শিফট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা শিক্ষার মানের আরও অবনতি ঘটাবে।

দ্বিতীয় শিফট ইস্যুতে ক্ষোভ!
নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সংকট নিরসনে বস্ত্র ও পাট মন্ত্রণালয় গত ১০ ফেব্রুয়ারি একটি স্মারক জারি করে। এতে বলা হয় নরসিংদী টেক্সটাইল কলেজের শিক্ষার্থীদের কালিহাতী ক্যাম্পাসে পুনঃভর্তি করে দ্বিতীয় শিফট চালু করা হবে।

তবে কালিহাতীর শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন

আমাদের সংকট সমাধান না করে নতুন ব্যাচ যুক্ত করলে শিক্ষার মান আরও নিচে নামবে।

এই বিষয়ে কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের ব্যাপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
শিক্ষার্থীদের বার্তা: শিক্ষার পরিবেশ চাই,
প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, আমাদের ক্যাম্পাস উন্নত না করে নতুন শিক্ষার্থী যুক্ত করা মানে সংকট আরও বাড়ানো। আমাদের কথা শুনতে হবে! এখন দেখার বিষয়, কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবির বিষয়ে কী সিদ্ধান্ত নেয়!

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ