সোমবার, জুলাই ২৮, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীকালিয়াকৈরে নৌকাডুবি: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ৩জনে,নিখোঁজ মেহেদীর মরদেহ উদ্ধার!

কালিয়াকৈরে নৌকাডুবি: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ৩জনে,নিখোঁজ মেহেদীর মরদেহ উদ্ধার!

গাজীপুরের কালিয়াকৈরে মকশবিলে নৌকা উল্টে তিন বন্ধু নিখোঁজের ঘটনায় মেহেদী নামে আর একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে

শনিবার (২৬ জুলাই) সকাল ও বিকেলে পৃথক সময়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- সাভারের শিমুলিয়া ইউনিয়নের হালিম মিয়ার ছেলে রফিকুল (১৮) ও কালিয়াকৈরের কারলসুরিচালা গ্রামের বাবুল মিয়ার ছেলে শিমুল (১৯)।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু মিলে মকস বিলে ঘুরতে গিয়ে একটি নৌকায় উঠেছিলেন। নৌকাটি গভীর পানিতে পৌঁছালে তীব্র বাতাসে উল্টে যায়। এতে তিনজন পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, রফিকুল ও শিমুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরেকজনকে উদ্ধারে আমাদের অভিযান চলছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ