বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
No menu items!
বাড়িরাজধানীইসির সঙ্গে আজ ১২ রাজনৈতিক দলের দুই দফা সংলাপ

ইসির সঙ্গে আজ ১২ রাজনৈতিক দলের দুই দফা সংলাপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেই ধারাবাহিকতায় আজ বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ মোট ১২টি রাজনৈতিক দলের সঙ্গে দুই দফা সংলাপে বসছে ইসি।

ইসির নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম সেশনটি অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ সেশনে অংশ নেবে জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

দ্বিতীয় সেশনটি হবে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এতে অংশ নেবে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

গত সোমবার (১৭ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গণমাধ্যমকে এই সূচি নিশ্চিত করেন।

এবারের সংলাপ তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার, রোববার ও সোমবার দুই সেশনে ১২টি করে মোট ৩৬টি নিবন্ধিত দলের সঙ্গে মতবিনিময় করেছে ইসি। এসব সংলাপে অংশগ্রহণকারী দলগুলো নির্বাচন পদ্ধতি, নির্বাচনকালীন পরিবেশ, তফসিল, নির্বাচনকালীন সরকার ও মাঠ প্রশাসনের ভূমিকা নিয়ে নানা প্রস্তাব ও দাবি উপস্থাপন করেছে।

নতুন দুটি দল যুক্ত হওয়ায় বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে এবং তিনটি দলের নিবন্ধন বাতিল করা হয়েছে।

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ