বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়আজ  জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আজ  জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।

তবে প্রধান উপদেষ্টার ভাষণে ঠিক কোন বিষয়গুলো উঠে আসবে, তা পোস্টে উল্লেখ করা হয়নি। ধারণা করা হচ্ছে, ড. ইউনূস দেশের সাম্প্রতিক ইস্যু, রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন।
এর আগে গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেদিন রাত ৮টা ২০ মিনিটে দেওয়া সেই ভাষণে তিনি জুলাই গণঅভ্যুত্থান দিবস, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত ট্র্যাজেডি, আসন্ন জাতীয় নির্বাচন, সংস্কার উদ্যোগ, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদসহ দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
আজকের ভাষণে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন কোনো দিকনির্দেশনা বা সিদ্ধান্ত আসতে পারে—এমনটাই প্রত্যাশা করছেন অনেকেই।

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ